প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন গুপ্তসংকেত পরিদপ্তরের রাজস্ব খাতভুক্ত বিভিন্ন পদে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ১৫ থেকে ২০তম গ্রেডের ৬টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে এ পরিদপ্তরে।
পদের নাম ও বিবরণ
১। সাইফার সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ২
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; কম্পিউটার পরিচালনায় দক্ষতা; এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে সর্বনিম্ন প্রতি মিনিটে ২০ শব্দ ও বাংলায় সর্বনিম্ন প্রতি মিনিটে ২০ শব্দের গতি থাকতে হবে।
গ্রেড: ১৫
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা
২। বাইন্ডার কাম-মেশিন অপারেটর
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; বাঁধাইসংক্রান্ত কাজ ও মুদ্রণসংক্রান্ত যন্ত্রপাতি চালনায় অন্যূন ৩ (তিন) বছরের বাস্তব অভিজ্ঞতা; এবং গুপ্তসংকেত পরিদপ্তর (কর্মকর্তা ও কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০১৫–এর তফসিল-২ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।
গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
৩। অফিস সহায়ক
পদসংখ্যা: ২
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
গ্রেড: ২০
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
৪। পরিচ্ছন্নতাকর্মী
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; মোট পদের শতকরা ৮০ ভাগ জাত হরিজনদের জন্য বরাদ্দ থাকিবে; তবে জাত হরিজন প্রার্থী পাওয়া না গেলে সে সকল পদ সাধারণ প্রার্থীদের দ্বারা পূরণ করা যাইবে।
গ্রেড: ২০
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
আবেদনের বয়সসীমা
সকল পদে ১/৯/২০২৫ সালে তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের শর্ত ও নিয়মাবলি
১। অনলাইনে ওয়েবসাইটে আবেদন করতে হবে।
২। সকল জেলার প্রার্থিগণ আবেদন করতে পারবেন।
৩। নিয়োগসংক্রান্ত বিষয়ে যেকোনো ধরনের তদবির/সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে এবং কোনো কারণ উল্লেখ ব্যতীত প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে।
৪। নিয়োগসংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে
আবেদন ফি
১। ক্রমিক ১-২ নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ (ভ্যাটসহ) ১২ টাকাসহ অফেরতযোগ্য সর্বমোট ১১২ টাকা।
২। ক্রমিক ৩-৪ নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ (ভ্যাটসহ) ৬ টাকাসহ অফেরতযোগ্য সর্বমোট ৫৬ টাকা।
৩। অনগ্রসর নাগরিক (ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ ও হরিজন প্রার্থীগণ) সকল গ্রেডের পদের পরীক্ষার ফি বাবদ ৫০ (পঞ্চাশ) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ (ভ্যাটসহ) ৬ (ছয়) টাকাসহ অফেরতযোগ্য সর্বমোট ৫৬ টাকা।
৪। আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে।
*আবেদনের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

